Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসুইমিং পুল নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, সুষ্ঠু তদন্ত না হলে মামলা...

সুইমিং পুল নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, সুষ্ঠু তদন্ত না হলে মামলা করবে এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : আবারো নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো মেলাঘরে। জানা গেছে, মেলাঘর পুর নিগম অফিস কার্যালয়ের সম্মুখে সুইমিং পুল নির্মাণের জন্য রাজ্য সরকার ৫৭ লক্ষ টাকা বরাত দেয়। আগরতলার সুনীল দাস নামে এক ঠিকাদার এই কাজের বরাত পেয়ে সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সুইমিং পুল নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো স্থানীয়দের। অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, তাও আবার একেবারে পুর নিগম অফিস কার্যালয়ের সম্মুখে।

 অথচ মেলাঘর পুর নিগমের আধিকারিকরা সম্পূর্ণ শীত ঘুমে রয়েছে। ৫ ইঞ্চি ঢালাইয়ের কথা থাকলো এক ইঞ্চিও ঢালাই দেওয়া হয়নি। যে ঢালাই দেওয়া হয়েছে তা হাতে উঠে আসছে। ছয় মাসও টিকবে না ঢালাই। তাই বুধবার স্থানীয় এলাকাবাসীদের নজরে আসলে সুইমিং পুল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ সুইমিং পুল নির্মাণের নামে সরকারি টাকা আত্মসাৎ করে কম খরচে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এটি তৈরি করা হচ্ছে। তাই এই কাজটি সঠিকভাবে করার দাবি তুলছেন স্থানীয় এলাকাবাসীরা। তারা আরো জানান, যদি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে তারা আগামী দিনে মামলা করতে বাধ্য হবে। কিন্তু এত নিম্নমানের কাজ হতে দেবে না। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনার কতটা সুষ্ঠু তদন্ত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য