Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকংগ্রেসের বিক্ষোভ শহরে

কংগ্রেসের বিক্ষোভ শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : সম্প্রতি নির্বাচনী বন্ডকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের মতে নির্বাচনী বন্ড অসাংবিধানিক। নির্বাচনী বন্ড বাতিল করে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের নিকট জানানোর নির্দেশ দেয়।

তারপর শুরু হয়ে স্টেট ব্যাঙ্কের তালবাহান। স্টেট ব্যাঙ্ক সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়ে  নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের নিকট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি জানায়। তারই প্রতিবাদে এইবার সরব হয়েছে কংগ্রেস। দেশব্যাপী আন্দোলনে নেমেছে কংগ্রেস। তারও অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে মেলার মাঠস্থিত এস.বি.আই ব্যাঙ্কের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইদিনের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য