স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : পুর নিগমের দায়িত্ব গ্রহণের পর শহরকে যানজট মুক্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন রাখার জন্য জোর কদমে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরের বাজারগুলি ঘুরে সেই বাজারের সমস্যাগুলি নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজারে ক্রেতারা যাতে স্বাছন্দ্যে চলাফেরা করতে পারে। বিক্রেতারা যাতে সুযোগ সুবিধা পান সেদিকে নজর রাখা হচ্ছে।
তবে বাজার গুলিতে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একাংশ ব্যবসায়ীদের জন্যে। স্থানীয় কাউন্সিলারদের সঙ্গে নিয়ে সমস্যা গুলি চিহ্নিত করে বাজারের উন্নয়ন ঘটানো হবে। সোমবার দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শন কালে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। এদিনের সফরে ছিলেন কাউন্সিলার অভিষেক দত্ত, কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অয়াধিকারিকেরা। দুর্গা চৌমুহনী বাজারকে আধুনিক বাজার করা হবে। যাতে আগরতলা শহরের মধ্যে আধুনিক বাজারের খ্যাতি পায়। তবে তাতে কিছুটা সময় লাগবে। তার আগে বাজারের জে সমস্ত ছোট ছোট সমস্যা আছে তা বাজার সমিতি ও কাউন্সিলারের সঙ্গে কথা বলে আগে করা হবে বলে জানান মেয়র। কিন্তু যারা অনৈতিক ভাবে বাজারের জমি বা রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের সরে যেতে বলা হয়েছে। অন্যথায় পুর নিগম আইনানুগ ব্যবস্থা নেবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তিনি আরো বলেন সাধারণ মানুষের সমস্যায় পড়তে হয় বা আইনের বাইরে গিয়ে কোন কাজ নিগম করবে না।