Thursday, October 10, 2024
বাড়িরাজ্যসরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল

সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : লোকসভা নির্বাচনের আগে বিধানসভা অধিবেশনের শেষ দিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারি কর্মচারী ও পেনশনারদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। একইসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে। এর জন্য বুধবার বিকেলে অভিনন্দন মিছিলের আয়োজন করল সরকারি শিক্ষক ও কর্মচারীদের সংগঠন।

 অভিনন্দন জানানো হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে। মিছিলটি শুরু হয় জগন্নাথ বাড়ি রোড থেকে। পরে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অভিনন্দন জানিয়ে এসোসিয়েশনের তরফে বলা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার ২২ মাসের শাসনকালে ২২ শতাংশ দিয়ে প্রদান করা হয়েছে। যা ত্রিপুরা রাজ্যে একটি ঐতিহাসিক বিষয়। এর আগে কোন মুখ্যমন্ত্রীর আমলে এমন ঘটনা ঘটে না।

২০১৬ সালে বামফ্রন্ট সরকার রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সেই প্রতিবন্ধকতা বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খুব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি ঘটাবেন বলে তাদের অভিমত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য