স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : জনজাতিদের অধিকার পূরণের জন্য ত্রিপাক্ষিক চুক্তির পর দুঃখ প্রকাশ করলেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি রাজধানীর গোর্খাবস্তি স্থিত মানিক্য এনক্লিভে মঙ্গলবার দলীয় বৈঠকে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জনজাতিদের অধিকারের জন্য লড়াই করার সময় উনাকে আগরতলার কোন মিডিয়া সহযোগিতা করেননি।
শুধুমাত্র তিপ্রাসা মিডিয়া উনাকে সহযোগিতা করেছে। এবং আগরতলার মিডিয়া তাকে জুমলা বলেও প্রচার করেছে বলে দুঃখ প্রকাশ করলেন তথাকথিত বুবাগ্রা। তবে তিনি আরো জানান, রাম মন্দির প্রতিষ্ঠিত করতে সরকারের যেমন ৫০০ বছর লেগেছে, তেমনি তাদের ইস্যু পূরণ হতে সময় লাগবে। কিন্তু হাল ছাড়বে না বলে জানিয়ে দেন প্রদ্যোত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সাথে উনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। রাজনীতির বাইরে তাদের সাথে ওনার বন্ধুত্ব সম্পর্ক। তাই তিনি তাদের সাথে যখন তখন আলোচনা বসতে পারেন। কয়েকদিন আগে বিধানসভায় সুদীপ রায় বর্মনের সাথে উনার যে সৌজন্যতামূলক সাক্ষাৎ হয়েছে সেটা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা কক্ষে। কিন্তু প্রশ্ন হল বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার জায়গা কি বিধানসভার বিরোধী দলনেতার বিধানসভার কক্ষ ? যাই হোক এই দিন মুখ খুলে সংবাদ মাধ্যমে কাছে স্পষ্টভাবে কিছু বলতে চান নি প্রদ্যোত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আরো জানা যায়, শাসকদলের বেড়াজালে বিধানসভার মতোই বিরোধী জোটের সাথে হাত মেলাতে চাইছে না প্রদ্যোত। তিনি চাইছেন বিরোধী ভোট ভাগাভাগি করে শাসক দলের রাস্তা সুগম করার জন্য। পরিবর্তে স্বার্থ সিদ্ধি হবে কতিপয়ের। এমনটাই অভিমত রাজনৈতিক মহলের।