Sunday, January 26, 2025
বাড়িরাজ্যমনের দিক দিয়ে শুদ্ধতায় পরিপূর্ণ থাকলেই মানুষের জন্য কাজ করা যায় :...

মনের দিক দিয়ে শুদ্ধতায় পরিপূর্ণ থাকলেই মানুষের জন্য কাজ করা যায় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : বৃহস্পতিবার বনমালী পুর স্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গনে বৈষ্ণবাচার্য শ্রীমন্ মহানামব্রত ব্রহ্মচারীর ১২১ তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ধর্ম আমাদের কাজের মাধ্যমে পরিচিত। তবে সমাজের মধ্যে যে অসামাজিক ও অধার্মিক চিন্তা শক্তি রয়েছে তারা যদি মানুষের জন্য কাজ করে তাহলেই সেটাই হবে আসল ধর্ম। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, সকলকে মনের দিক দিয়ে শুদ্ধতায় পরিপূর্ণ থাকতে হবে। তাহলেই মানুষের জন্য কাজ করা যায়।

 তিনি বলেন, এ ধরনের সামাজিক কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তারা সব সময় মানুষের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি উদ্যোক্তাদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, তারা শুধু শীতবস্ত্র বিতরণ কর্মসূচিই গ্রহণ করেনি, বিভিন্ন সময় তারা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি সংঘটিত করে চলেছে। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ মহানামব্রত ব্রহ্মচারীর আদর্শ ও শিক্ষাকে পাথেয় করে মানব সেবামূলক কাজ গুলি করে চলেছেন। পাশাপাশি মহানামব্রতের শিক্ষা এবং আদর্শ সমাজের মধ্যে ছড়িয়ে যাওয়া আমাদের দায়িত্ব হতে হবে। আয়োজিত এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেন। এদিকে এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান সংলগ্ন কাঁসারী পট্টি স্থিত সুন্দরী কালী মন্দিরটি পরিদর্শন করেন। প্রায় দুইশত বছর পুরনো এই মন্দিরটি  অর্ধেকটাই মাটির নিচে চলে গিয়েছিল। দশ টন ওজনের  মন্দিরটিকে জেকের সাহায্যে উপরে তোলার ব্যবস্থা করেছে আগরতলা পুর নিগম। প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে এই সংস্কার করা হয়েছে। সংস্কারমূলক কাজটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য