স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : রবিবার আই.জি.এম হাসপাতালে রাজ্য ভিত্তিক পালস্ পোলিও -র শুভ সূচনা হয়। স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রদীপ প্রজ্বলন করে এদিনের পোলিও -র শুভ সূচনা করেন। এ বছর ৩ লক্ষ ৪৭ হাজার ২৮২ জন শিশুকে এই পালস্ পোলিও হলেও খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
রাজ্যে ৩,৪৭৩ টি বুথে চলছে পালস পোলিও খাওয়ানোর আয়োজন। এর দায়িত্বে রয়েছে স্বাস্থ্যকর্মীরা।কারণ বর্তমানে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ জীবনযাপন দেওয়ার জন্য বিভিন্ন টিকাকরণ কর্মসূচির ব্যবস্থা করা হয়। আর এই টিকাকরনের মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকে। শিশুরা রোগ মুক্ত থাকলে ভবিষ্যৎ -এ ভারত রোগ মুক্ত থাকবে। গোটা রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার।