স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : দিল্লিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও তিপ্রা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির পর তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ তিপ্রা মথা দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দেন।
সামাজিক মাধ্যমে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন, এখন সময় নিজের স্বার্থ ত্যাগ করে চুক্তি মোতাবেক কমিটির সকলে একটি টিম হয়ে চুক্তিতে উল্লেখিত সমস্যা গুলি একটি একটি করে সমাধান করার। আনন্দ করলে আর ভুলে গেলে চলবে না। মূল কাজ এখন শুরু হবে। রবিবার রাজ্যে এসে বড়মুড়ার হাতাইকতর অনশনস্থলে গিয়ে তিনি অনশন ভঙ্গ করবেন বলেও বার্তা দেন। পাশাপাশি তিনি বলেন অনেকে অনেক কথা বলেছে।
কিন্তু শনিবার ভারত সরকার ও রাজ্য সরকার তিপ্রা মথার সাথে আলোচনা করেছে। লিখিত আকারে ভারত সরকার ও রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে জনজাতিদের ভুমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ও ভাষা নিয়ে সমস্যা সমাধান করার। তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন কাউকে যেন খাটো করে দেখা না হয়। কারন তিপ্রা মথার এই লড়াইয়ে সকলে সহযোগিতা করেছে।