স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : আমরণ অনশন থেকে যাবার পথে তেলিয়ামুড়ায় দুর্ঘটনায় পড়ে গাড়ি। আহত হয় এক মহিলা কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, আমরণ অনশন মঞ্চ থেকে যাবার পথে আচমকাই তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর বোলেরো গাড়িটি একটি বাস গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বুলেরো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় ওই শামপ্লি দেববর্মা নামের এক মহিলা কর্মী। গাড়িতে থাকা অন্যান্য তিপ্রা মথার কর্মী সমর্থকরা মিলে আহত ওই মহিলা কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তারপর চিকিৎসক চিকিৎসায় হাত লাগায়।