Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যগরু চুরির ঘটনায় হাতাহাতিতে আহত চার

গরু চুরির ঘটনায় হাতাহাতিতে আহত চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : কৈলাসহরের অরবিন্দ নগর কলোনী এলাকায় মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত হয় চারজন। যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। অভিযোগ, কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত অরবিন্দ নগর কলোনি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে এলাকায় বহু লোকের গরু চুরি করেছে।

গত ২৯ ফেব্রুয়ারি একটি অপরাধমূলক ঘটনা করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। এবং এলাকাবাসীরা তা নিয়ে প্রতিবাদ করে। পরবর্তী সময়ে উক্ত বিষয় নিয়ে এলাকায় একটি সালিশি সভা হয়। তখন নাকি নাসির উদ্দিন সেই সালিসি সভায় সবাইকে কথা দেয় সে আর গরু চুরি করবে না। কিন্তু সালিশি সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে নাকি শুক্রবার থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত নাসির উদ্দিন। শনিবার দুপুরবেলা উক্ত বিষয় নিয়ে নাসির উদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে নাকি সবাইকে মারধর করার চেষ্টা করে। পরবর্তী সময় তার শাশুড়ি তার ছোট ভাই সহ পাঁচজন লোক মিলে মারধোর চালায় এলাকাবাসীকে। পরবর্তী সময়ে এলাকাবাসীরাও তাদেরকে মারধোর করে।

 যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চার জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা দুজনের। পরবর্তী সময় খবর দেওয়া হয় কৈলাসহর ইরানি থানায়। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় গিয়ে গুরুতরভাবে আহত চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহরের ভগবান নগর এলাকা স্থিত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় দুজনের অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে। তবে, নাসির উদ্দিনের পরিবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য