স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : গত ২৬ ফেব্রুয়ারি মোহনপুর বিভাগের হেজামারা ব্লকের অধীনে সুবল সিং এলাকায় মোহনবাড়ি রেসিডেনসিয়াল ইংরেজি মাধ্যম এস বি স্কুলের হোস্টেলের সুপার এবং ওয়ার্ডেনের তত্ত্বাবধানে ৫ জন ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। আহত ৫ জন ছাত্রকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের নাম অভিজিৎ দেববর্মা, রোহিত দেববর্মা, রিয়াজ দেববর্মা, জেমস দেববর্মা, সাইমন দেববর্মা। তারা সকলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্র। ঘটনার খবর পেয়ে ২ ই মার্চ টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে টি এস ইউ -র এক প্রতিনিধি দল আহতদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে ওয়াতলং তুই থুক আই/এস ডেপুটেশন প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, বিজেপি এবং আই পি এফ টি জোট সরকার ও এডিসি প্রশাসন রাজ্যের শিক্ষা ব্যাবস্থা বেহাল দশায় পরিণত করেছে। রেগিং এর বিরোদ্ধে বামপন্থী ছাত্র সংগঠন বিগত দিনে লড়াই আন্দোলন করেছিল। পরে বিগত বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষাঙ্গনে রেগিং বিষয়টি পুরোপুরি ভাবে বিলুপ্ত ছিল। কিন্তু বর্তমান বিজেপি জোট সরকার ও এডিসি প্রশাসন সেই রেগিংকেই শিক্ষাঙ্গনে পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়ে উঠছে।
এই প্রতিক্রিয়া স্বরূপ এই হোস্টেলের এই ঘটনা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন ৫ যান ছাত্রকে আহত করা আকাশ দেববর্মা, জন দেববর্মা, মিল্টন দেববর্মা, শায়ন কুমার দেববর্মাকে উৎসাহিত করেন হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা। তার নেতৃত্বেই নাইট গার্ড পরেশ দেববর্মা রেগিংয়ের শিকার ৫ জন ছাত্রকে বিচার না করে উল্টো তাদেরকে আঘাত করে।অভিভাবকের অভিযোগ হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা, সুপার সরজিত দেববর্মা, হেলপার মানতুষ দেববর্মার তত্ত্বাবধানে হোস্টেলে এই রকম রেগিংয়ের ঘটনা ঘটে চলছে।
অভিভাবকদের আরো অভিযোগ এই বিষয়ে হোস্টেল ওয়ার্ডেন সঙ্গে কথা বলার চেষ্টা করলে হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা,তাদের সাথে কথা বলতে অনিচ্ছুক, বরং রেগিয়িং শিকার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উল্টো ভয় দেখিয়ে বলেন এই বিষয়ে মুখ খুললে তাদের বিরোদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। প্রথমে রেগিংয়ের শিকার ছাত্ররা ভয়ে কিছু না বললেও পরবর্তী সময়ে তাদের পরিবারকে এই কথাটি জানান। টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা এই ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনা তদন্ত ক্রমে কঠোর ব্যাবস্থা গ্রহণ করার দাবি জানান এডিসি শিক্ষা প্রশাসনের নিকট। ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সহ সম্পাদক দিপশানু দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মুড়া সিং ,বদল দেববর্মা সহ অন্যান্যরা।