স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : স্মার্ট সিটিতে বাড়ছে চুরির ঘটনা। গত কয়েকদিন আগে রাজধানীর ধলেশ্বর এলাকার কৌশিক শীল নামে এক যুবকের বাড়ি থেকে ডিএসএলআর ক্যামেরা চুরি হয়ে যায়। ক্যামেরা চুরি হওয়ার পর শুক্রবার কৌশিক শীলের পিতা একটি মামলার রুজু করেন পূর্ব আগরতলা থানায়।
মামলাটি রুজু হওয়ার পর পুলিশ তদন্তে নেমে বলদাখাল এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করে কাঁকড়াবনের সৈকত সাহা নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে খুমুলুঙের অমর দেববর্মার ভাড়া বাড়িতে ক্যামেরাটি রয়েছে। পুলিশ অমর দেববর্মার বাড়িতে তল্লাশি করে ক্যামেরাটি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ অমর দেববর্মা এবং সৈকত সাহা নামে দুজনকেই আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালাতে পুলিশ রিমান্ড চাওয়া হবে। পুলিশের ধারণা অভিযুক্ত দুজন চোর আরো বহু চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। পুলিশ জানায় উদ্ধারকৃত ক্যামেরাতে আইনের প্রক্রিয়ার পর তুলে দেওয়া হবে কৌশিক পরিবারের হাতে।