স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : ডি.ডব্লিউ.এস -এর এস.ডি.ও -র বদলির প্রতিবাদে ভারত মাতা কি জয় স্লোগান তুলে বিক্ষোভ দেখালো কতিপয় মহিলা, পুরুষ। ধর্মনগর অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসের সামনে হয় এই বিক্ষোভ প্রদর্শন।
চাকরিস্থলে যোগদান দিতে দেওয়া হল না নতুন এসডিও -কে। তাদের বক্তব্য এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র জলের সংকট ছিল, সোহেল আহমেদ দায়িত্ব পেয়ে আসার পর সেই সমস্যা সমাধান হয়। তিনি থাকলে তাদের জলের কারণে কোন ধরনের সমস্যা থাকবে না বলে তাদের দাবি। কোন অজ্ঞাত কারণে উনাকে বদলি করে দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর বক্তব্য ষড়যন্ত্র করে বদলি করা হয়েছে বর্তমান এসডিও সোহেল আহমেদকে। এই বদলে তারা কোনভাবেই মেনে নেবে না। কারণ দীর্ঘ ২৫ বছর যে সমস্যাগুলি সমাধান হয়নি সেগুলি তিনি আসার পর ২০ থেকে ২৫ দিনের মধ্যে সমাধান হয়েছে।
এই কথা বলে ভারত মাতা কি জয় স্লোগান করলেন আন্দোলনকারীরা। এমনকি নতুন এসডিও সুভাষ দেবনাথকে তারা কাজে যোগদান করতে দেয়নি। এই প্রতিরোধ তুলতে ধর্মনগর থানা থেকে পুলিশ ছুটে যায়। প্রশাসনিক আধিকারিকদের সাথে এই বিষয়ের আলোচনা করবেন বলে আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। এবং অফিসের কাজকর্ম স্বাভাবিক হয়। তবে যতদূর জানা যায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলছে রদবদল। এতে কোন ষড়যন্ত্রের গন্ধ বাতাস নেই।