স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের প্রটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন কর্মীরা বিশালগড় মহকুমার অন্তর্গত চাম্পামুড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালায়।
এই অভিযানে অবৈধ সমিল সহ একটি জেনারেটর উদ্ধার হয়। অভিযানকালে বন দপ্তরের কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে বন দস্যুরা। তবে বন দপ্তরের কর্মীরা অবৈধ সমিল ও জেনারেটরটি উদ্ধার করে চড়িলাম ফরেস্ট অফিসে নিয়ে আসতে সক্ষম হয়। চরিলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রটেকশন রেঞ্জ অফিসার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান উদ্ধার হওয়া অবৈধ সমিল ও জেনারেটরটি মূল্য আনুমানিক দের লক্ষ টাকা হবে।