স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : পাচারের কালে ৬ টি মহিষ সহ আটক একটি গাড়ি। একই সাথে আটক করা হয়েছে গাড়ির চালক ও সহচালককে। বৃহস্পতিবার ভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দ বাজার নাকা পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে TR-03J-1610 নাম্বারের মহিষ বোঝাই বুলেরো গাড়িটি আটক করে।
গাড়ির চালক মহিষ বোঝাই করার কোন কাগজ পুলিশকে দেখাতে পারে নি। তখন পুলিশ গাড়ির চালক ও সহচালককে আটক করে। পরে পুলিশ চালক, সহচালক সহ মহিষ বোঝাই গাড়িটিকে ধর্মনগর থানায় নিয়ে যায়। ধৃত গাড়ি চালকের নাম সোহেল আহমেদ, সহচালকের নাম সোহাগ মিয়া। উভয়ের বাড়ি উদয়পুরে। জানা গেছে ধৃত ৬ টি মহিষের মধ্যে পাঁচটি প্রাপ্ত বয়স্ক ও একটি বাছুর রয়েছে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত গাড়ি চালক জানান মহিষ গুলি পানিসাগরের রামনগর এলাকা থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।