Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরক্তদানের বিকল্প কিছু নেই : মেয়র

রক্তদানের বিকল্প কিছু নেই : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বর স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে রক্ত সঙ্কল্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা ছিল। মুখ্যমন্ত্রী আহ্বানে সকলে এগিয়ে আসায় রক্ত স্বল্পতার শব্দটি এখন আর নেই ব্লাড ব্যাংক গুলির মধ্যে। মানুষ এখন যেকোনো শুভ কাজে রক্তদান শিবিরের আয়োজন। আগামী দিনে আরো বেশি মানুষ এই রক্তদানে এগিয়ে আসবে। কারণ বিজ্ঞানীরা বহু চেষ্টা করো রক্তের বিকল্প থেকে তৈরি করতে পারেনি। এবং একজনের রক্ত দিয়ে চারজনকে বাঁচানো সম্ভব হয়। তাই রক্তদান মহৎ দান বলে অভিমত ব্যক্ত বলেন মেয়র। আয়োজিত শিবিরে উপস্থিত রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য