Saturday, July 27, 2024
বাড়িরাজ্যগণহারে মৃত্যু পরিযায়ী পাখির

গণহারে মৃত্যু পরিযায়ী পাখির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হতে চলেছে। শীতের দাপট তেমন নেই বলা চলে। প্রতিবছর উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে। জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘীগুলিতে দেখতে পাওয়া যায় পরিযায়ী পাখিগুলিকে।

 তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু। বৃহস্পতিবার সকালে জগন্নাথ দিঘির তীরে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে ছটপট করতে দেখা যায়। কিছুক্ষণ পরেই পরিযায়ী পাখিগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। তবে অনেকের ধারণা হয়তো পাখিগুলি অন্য জায়গা থেকে রোগে আক্রান্ত হয়ে এসে অন্যান্য পাখির সাথে মেলামেশা করার পর এই পাখিগুলোর রোগে আক্রান্ত হচ্ছে। তবে বিগত বছরগুলোতে এই ধরনের চিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ ও বন দপ্তর আধিকারিকদের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য