Saturday, July 27, 2024
বাড়িরাজ্যস্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন মন্ত্রী

স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : বুধবার খয়েরপুর আর কে নগর স্থিত কলেজ অব ভেটেনারি সাইন্স এন্ড এনিমেল হাসবেন্ডারীতে স্মার্ট ক্লাসের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ কলেজের অধ্যক্ষ। ফিতা কেটে স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন তিনি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে পশুপালন দপ্তর মানুষকে পশু পালনের উৎসাহিত করে চলেছে।

আগামী দিনে কিভাবে মানুষ পশুপালন করে স্বনির্ভর হতে পারে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এই কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আগামী দিনে যাতে সঠিক পরিষেবা মানুষের কাছে তুলে ধরতে পারে তার জন্য চেষ্টা করছে সরকার। এবং দেশের অন্যান্য কলেজের মত যাতে এই কলেজে ছাত্রছাত্রীরা সঠিক পরিকাঠামো পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য এ স্মার্ট ক্লাসের উদ্বোধন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে একটি গোশালার উদ্বোধন করা হবে। সরকার প্রত্যেকটি জেলায় একটি গোশালা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী স্মার্ট ক্লাস পরিদর্শনে গিয়ে কলেজটি ঘুরে দেখেন। কথা বলেন কলেজের কর্মীদের সাথে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য