Sunday, September 8, 2024
বাড়িরাজ্যআশা কর্মীদের ডেপুটেশন

আশা কর্মীদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : আশা ফেসিলিটেটর এবং আশা কর্মীদের এনএইচএম কর্মীদের মতো মাসিক বেতন প্রদান করা, চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ৬৫ বছর করা, তাদের কম্পিউটারের ট্রেনিং এর ব্যবস্থা করা সহ মোট আট দফা দাবিতে বুধবার ত্রিপুরা আশা ফেসিলিটেটর কর্মী অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা আশা কর্মী অ্যাসোসিয়েশনের মজদুর মনিটরিং সেল যৌথভাবে ডেপুটেশন প্রদান করে পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে তারা দাবি সনদ তুলে দেন।

 তারা জানায় অত্যন্ত কম বেতনে তারা দায়িত্ব পালন করে চলেছে। সরকারকে তাদের জন্য ইতিবাচক ভূমিকা পালন করার প্রয়োজন। তাই আশা ফ্যাসিলিটেটর কর্মীদের বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা এবং আশা কর্মীদের বেতন ন্যূনতম ১২ হাজার টাকা করা, পাশাপাশি চাকরির বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করা, এছাড়াও আশা ফ্যাসিলিটরদের ৬০০০ টাকা ও আশা কর্মীদের ৪৫০০ টাকা পেনশন দেওয়ার ব্যবস্থা করার দাবি করা হয়েছে বলে জানান সংগঠনের নেতা বিপ্লব কর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য