Sunday, October 6, 2024
বাড়িরাজ্যকংগ্রেসে ফিরছেন পীযুষ

কংগ্রেসে ফিরছেন পীযুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : হতাশ হয়ে দল ছেড়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস। নতুন করে ত্রিপুরা ডেমোক্রেটিক ফন্ট নামে একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার পর সমর্থন জুগিয়ে ছিলেন তিনি। কিন্তু জনসমর্থন তেমনভাবে না পাওয়ায় দলটিরই অস্তিত্ব বলীন হয়ে গেছে। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন।

খুব কম সময়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে যান পীযূষ কান্তি বিশ্বাস। কিন্তু প্রদেশ তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েও বেশি দিন চেয়ার ধরে রাখতে পারেন নি। তারপর রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। দীর্ঘদিন রাজনীতি থেকে নিজেকে দূরে রেখে আবার লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে ফেরার কৌশল শুরু করেছেন তিনি। সোমবার দিল্লি গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে দেখা করলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেনু গোপালের সাথে। পুষ্পস্তবক তুলে দেন কেসি বেণু গোপালের হাতে। আলোচনা করে ত্রিপুরার কংগ্রেসের বর্তমান অবস্থান নিয়ে। ধারণা করা হচ্ছে খুব দ্রুত তিনি যোগদান করবেন কংগ্রেসে। দীর্ঘক্ষণ হয় ম্যারাথন বৈঠক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য