Friday, September 13, 2024
বাড়িরাজ্যটি.আর.টি.সি হাতে এর দায়িত্ব তুলে দেওয়া নাগেরজলা বাস স্ট্যান্ডের দায়িত্ব

টি.আর.টি.সি হাতে এর দায়িত্ব তুলে দেওয়া নাগেরজলা বাস স্ট্যান্ডের দায়িত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ফেব্রুয়ারি :  নাগেরজলা বাস স্ট্যান্ডের আধুনিকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পর সোমবার পরিদর্শনে যান টি.আর.টি.সি চেয়ারম্যান বলাই গোস্বামী সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা।

 এদিন পরিদর্শনের শেষে বলাই গোস্বামী জানান, যাত্রীদের সুবিধার্থে এই বাস স্ট্যান্ডের আধুনিকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্রামাগার, ক্যান্টিন সহ বিভিন্ন স্টল খোলার ব্যবস্থা। দ্রুত এর উদ্বোধন করা হবে। সোমবার টি.আর.টি.সি হাতে এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। টি.আর.টি.সি এটি পরিচালনা করবে। যদি কোন সমস্যা হয় তাহলে পরবর্তী সময়ে এটি কোন সোসাইটি কিংবা সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য