Saturday, July 27, 2024
বাড়িরাজ্যরাজনৈতিক সন্ত্রাসে আহত ৩

রাজনৈতিক সন্ত্রাসে আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনা। দিকে দিকে রাজনৈতিক সন্ত্রাসের আহত, বাড়িঘর ভাঙচুরের ঘটনা সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে। এরই মধ্যে শুক্রবার রাতে বিশালগড় চন্দননগর এলাকায় সি.পি.আই.এম সমর্থিত এক পরিবার এবং ভারতীয় জনতা পার্টি সমর্থিত এক পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে ননীগোপাল দাস নামে বিজেপি সমর্থিত ব্যক্তি কাজ সেরে বাড়ি ফেরার পথে বরুণ সরকার ও তার ছেলে কার্তিক সরকার মিলে এলোপাতাড়ি দা দিয়ে কূপ দিতে শুরু করে। পরবর্তী সময় গোটা পরিবারের উপরে বরুণ সরকার ও তার ছেলে আছেড়ে পড়ে। ঘটনায় আহত হয় গীতা রানী দাস ও তাদের ছেলে বাবুল দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। আহত ননীগোপাল দাসের ছেলের কাছ থেকে জানা যায়, বিগত দিনে বাইপাস এলাকায় যেসব রাজনৈতিক সন্ত্রাস বরুণ সরকার সংগঠিত হয়েছে সে বিষয়ে মানুষকে সবকিছু মানুষকে জানিয়ে দিয়েছে বলে ধারণা করে এই ঘটনার সংগঠিত হয়েছে। ঘটনার খবর পেয়ে এদিকে ছুটে যায় বিধায়ক সুশান্ত দেব। আহতদের খোঁজখবর নেন তিনি। পুলিশ একটি অভিযোগ লিপিবদ্ধ করে ঘটনার তদন্ত শুরু করেছে। আরো জানা যায়, অভিযুক্ত বরুন সরকার এবং তার পরিবার পুলিশের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য