Monday, February 17, 2025
বাড়িরাজ্যশ্রীরাজ মালার পঞ্চম লহরের শুভ উদ্বোধন

শ্রীরাজ মালার পঞ্চম লহরের শুভ উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। ভারত বর্ষ স্বাধীন রাখার জন্য অজস্র লড়াই হয়েছে। এই লড়াই শুধু রাজা, রানীরা করেন নি। সকলের বংশধর এই লড়াই করেছে। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শ্রীরাজ মালার পঞ্চম লহরের শুভ উদ্বোধন করে এই কথা বলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি বলেন, ত্রিপুরা যদি সমৃদ্ধ হয়ে থাকে তাহলে সকলের দ্বারাই সমৃদ্ধ হয়েছে। এবং এর ইতিহাস সকলকে জানতে হবে। যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে এটা আমাদের সম্পদ। এই ইতিহাস দিয়ে রাজ্য ও দেশ আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শ্রীরাজ মালার পঞ্চম লহর অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘পার্থসারথির পাখির দেশে’ বইটিরও আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য