স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। শুক্রবার রাতে বিলোনিয়া কালীনগর এলাকায় মদমত্ত অবস্থায় তাণ্ডব চালায় কৃষ্ণ মালাকার নামে এক ব্যক্তি। জানা যায় শুক্রবার রাতে বিলোনিয়ার বাসিন্দা দিপজয়, দিব্যেন্দু ও দোলন নামে তিন বন্ধু গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। গভীর রাতে তারা বাড়িতে ফিরে না আসায় সাতমুড়াস্থিত দিপজয়ের বাবা গোপাল বনিক ছেলেকে খুজতে বাইক নিয়ে বের হন। কালিনগর দোলনের বাড়িতে ছুটে যান গোপাল বনিক। কালিনগর মোটর স্যােলন্ড এলাকায় দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করছিলেন গোপাল বনিক। গোপাল বনিকের অভিযোগ আচমকা সেখানে মদমত্ত অবস্থায় গালি গালাজ করতে করতে উপস্থিত হয় কৃষ্ণ মালাকার। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষ্ণ মালাকার গোপাল বনিককে মারধর শুরু করে। তখন গোপাল বনিক ঘটনাস্থলে বাইক ফেলে পালিয়ে যান। তখন কৃষ্ণ মালাকার গোপাল বনিকের বাইকটি রাস্তার পাশে ড্রেইনে ফেলে দিয়ে যায়। শনিবার অভিযুক্ত কৃষ্ণ মালাকারের বিরুদ্ধে বিলোনীয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত গোপাল বনিক। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান।