স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। ১৯৮০ সালে উদয়পুর খিলপাড়া প্যাক্সের কাজ শুরু হয়।আজ প্রায় ৪৩ বছর হতে যাচ্ছে এই প্যাক্সের উদ্বোধন হয়। সরকার দেশের ১৩ টি রাজ্যের, ১৩ টি জেলার মধ্যে ১৩ টি প্যাক্সের মধ্যে এই শস্য ভান্ডার গড়ে তোলার জন্য ৪৩৭ কোটি প্রদান করেছিল। শনিবার ভার্চুয়ালের মাধ্যোমে এর উদ্ধোধন করা হয়। তার মধ্যে উদয়পুর খিলপাড়া প্যাক্সের আওতায় এই শস্য ভান্ডার গড়ে তোলা হয়েছে। যার খরচ হয়েছে এক কোটি ৮৫ লক্ষ্য টাকা বলে জানান রাজ্যোর অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। শনিবার এই ভার্চুয়ালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, গোমতী জেলার সহকারী জেলা সভাধিপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ এলাকার প্রধান সহ এলাকার জনগন। অর্থ মন্ত্রী বলেন এই এলাকায় শষ্যভান্ডার গড়ে তোলার ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই শস্য ভান্ডার গড়ে তোলার জন্য তিনি ধন্যবাদ জানান।