স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। উদয়পুর টেপানিয়া ছয় নম্বর গ্ৰাম পঞ্চায়েতের দীপঙ্কর ভাওয়ালের ছেলে দ্বীপ ভাওয়াল প্রতিদিনের মতো শুক্রবার রাতে পড়াশোনা করে রাতের খাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। শুক্রবার দিন দ্বীপ ভাওয়ালের মা ও বাবা বাড়ি ছিল না।সে দিন তারা দ্বীপের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।দ্বীপ দাদু দিদার কাছে ছিল। শনিবার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির সবাই দ্বীপকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন সে বিছানায় নেই। পরবর্তী সময় দেখতে পায় তার ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্বীপকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। দ্বীপের মৃত্যূতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু পরীক্ষার প্রাক মুহূর্তে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ এবং পরিবার।