স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যে আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজে হাতে লাগিয়েছে আগরতলা পুর নিগম। শহরের অনেকগুলি পুকুরের কাজ চলছে দ্রুত গতিতে। এর মধ্যে নাগেরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে। যার খরচ ধরা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। সেই কাজের অগ্রগতি আজ খাতিয়ে দেখতে গেলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই এই পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুর নিগমের মেয়রের তৎপরতায় অবশেষে ব্যবহারযোগ্য হয়ে উঠছে পুকুরটি। আগামী এক মাসের মধ্যে উদ্বোধন হতে পারে বলে জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি মিলনচক্র মন্ত্রী বাড়ির পুকুরটি পরিদর্শন করেছেন মেয়র। এতে ব্যয় হবে ১ কোটি ২০ লক্ষ টাকা। সেটিও পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার।