স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : গ্রামীণ ব্যাংক বেসরকারিকরণ না করা, ব্যাংকের কর্মচারীদের পদোন্নতি নিয়ম সংশোধন করা, স্পেশাল ড্রাইভের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের প্রায় ৩০ হাজার শূন্যপদ পূরণ করা সহ আট দফা দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া রিজিওনাল রোরাল ব্যাংক এপ্লয়িজ এসোসিয়েশন। রাজধানীর রাধানগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এদিন সকাল থেকে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট লক্ষ্য করা যায়।
সংগঠনের নেতৃত্ব জানান, ব্যাঙ্ক কর্মীদের স্বার্থে ৮ দফা দাবি আদায়ের সমর্থনে ডাক দিয়েছে অল ইন্ডিয়া রিজিওনাল গ্রামীণ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন। গ্রামীণ ব্যাংকের প্রায় ৩০ হাজার শূন্যপদ রয়েছে। স্পেশাল ড্রাইভ নিয়ে এই শূন্য পদগুলি পূরণ করার জন্য দাবি করা হচ্ছে। ব্যাংকের কর্মচারীদের পদোন্নতিতে বড় ঘাটতি রয়েছে। সঠিক সময়ের মধ্যে পদন্নতি হচ্ছে না। পাশাপাশি যারা ডিআরডব্লিউ পদে কর্মরত রয়েছেন তাদের অবিলম্বে নিয়মিতকরন করার দাবি করা হচ্ছে। বিশেষ করে তাদের গ্রুপ ডি পদে কিভাবে নিয়োগ করা যায় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি করা হচ্ছে। এছাড়াও তারা দাবি করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বেসরকারিকরণ যাতে না করা হয়। কারণ কম সুদে গ্রামীণ এলাকার কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে। তাই সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে দাবী করেন সংগঠনের নেতৃত্ব। খুব প্রকাশ করে তারা আরও বলেন, দিল্লির যন্তর মন্তর থেকে এই আন্দোলন তাদের শুরু হয়েছে। নির্দিষ্ট আটটি দাবি তুলে দীর্ঘদিন ধরে তারা এভাবে আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় সরকার এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। আশ্চর্যের বিষয় কেউ কর্ণপাত করছে না। তাই এদের ধর্মঘট শুরু করেছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ২৭ এবং ২৮ মার্চ ধর্মঘট হবে। সারা দেশের গ্রামীণ ব্যাংক আজ এই ধর্মঘটে সামিল হয়েছে। শুক্রবার গ্রামীণ ব্যাংক ধর্মঘটে গ্রাহকদের চরম পোহাতে হয়েছে।