Sunday, January 26, 2025
বাড়িরাজ্যজাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সন্মাননা প্রদান নিয়ে হটকারী সিদ্ধান্ত তথ্য ও...

জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সন্মাননা প্রদান নিয়ে হটকারী সিদ্ধান্ত তথ্য ও সংস্কৃতি দপ্তরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সন্মাননা প্রদান নিয়ে রাজ্য সরকারের তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাল আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান, আগরতলা প্রেসক্লাব এবছর ৪০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে

। প্রেসক্লাবের জন্মলগ্ন থেকে প্রথা রয়েছে জাতীয় প্রেস ডে উপলক্ষে সন্মাননার নামের প্রস্তাব করে আগরতলা প্রেস ক্লাব। প্রতিবছর ১৬ নভেম্বর তথ্য দপ্তর ও আগরতলা প্রেস ক্লাব যৌথ ভাবেই এই অনুষ্ঠান পালন করে। কিন্তু এই প্রথম জাতীয় প্রেস দিবসের সন্মাননা কমিটিতে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির কোন সদস্য রাখা হয়নি। এটাও লক্ষ্য করা গেছে রাজ্য সরকারের কতিপয় শীর্ষ আমলা এবং কয়েকজন স্বার্থান্বেষী লোক মিলে ষড়যন্ত্র করছে।

 বেশির ভাগ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নাম ভাঁড়িয়ে এসব করছে স্বার্থান্বেষী মহলটি বলে জানান তিনি। আগরতলা প্রেস ক্লাব এটাও বিশ্বাস করে মুখ্যমন্ত্রী সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তরিক। আগরতলা প্রেস ক্লাবের পরিকাঠামো উন্নয়ন সহ সার্বিক বিষয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পরিস্থিতিতে তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবহিত করা হবে। আগরতলা প্রেসক্লাব এটাও দাবী করেছে চিরাচরিত প্রথাকে উপেক্ষা করে করা এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে বলে জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য