স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : কুমারঘাটের ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হল মিলন মেলা-২০২৪। প্রদীপ প্রজ্জ্বলন করে চার দিন ব্যাপী এই মিলন মেলার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। মেলার উদ্বোধনি অনুষ্ঠান শেষে রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গণে বসা স্টল গুলি ঘরে দেখেন।
রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে বেশ কয়েকটি স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে আসামের পর ত্রিপুরা রাজ্য থেকে সবচেয়ে বেশি বিমান চলাচল করে। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। চলচিত্র শিল্পে আর.ডি বর্মণ ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন। রাজ্যপাল আরো বলেন, ত্রিপুরা দেশের ছোট রাজ্যগুলির মধ্যে এগিয়ে রয়েছে।
এবং বিশেষ করে যদি অন্যান্য রাজ্যগুলির সাথে ত্রিপুরাতে তুলনা করা হয় তাহলে দেখা যাবে ত্রিপুরা সেসব রাজ্য থেকে অনেক বেশি এগিয়ে আছে। ত্রিপুরা রাজ্য আগামী দিনেও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যপাল। পরে রাজ্যপাল মেলার স্টল গুলি পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন।