স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : রেগা মজুরি না পেয়ে সড়ক অবরোধের সামিল হলো গন্ডাছড়া মহকুমা জগবন্ধু পাড়ার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হয় রাস্তা অবরোধ। শ্রমিকদের অভিযোগ দীর্ঘ দিন ধরে কাজ করে তাদের মজুরি মিলছে না। বহুবার ব্লক পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে অভিযোগ জানানো হলেও কেউই তাদের সমস্যার সমাধান করছে না।
মজুরি না পেয়ে বর্তমানে তাদের পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই এবার যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। খবর লেখা পর্যন্ত অবরোধ তুলেনি শ্রমিকরা। গন্ডারছড়া মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলেও অবরোধ প্রত্যাহার করেনি শ্রমিকরা। তাদের বক্তব্য আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন। তখন আবার তাদের বকেয়া মজুরি পেতে তিন থেকে চার মাস সময় লাগবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তাদের শুধুমাত্র এভাবেই আশ্বাস দিয়ে যাবে। তাই যতক্ষণ না পর্যন্ত তাদের মজুরি মিলবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন দেখার বিষয় শ্রমিকদের মজুরি দ্রুত মিটিয়ে দিতে কি ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘক্ষন পথ অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে আমবাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি বের হওয়া পথচারীরা। দুর্ভোগ চরমে উঠে পথচারীদের।