স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : জনগণের দাবি এড়িয়ে বিনোদন পার্কের ভেতরেই উদ্বোধন হলো ওয়ার্ড অফিসের। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে আগরতলা পুর নিগমের ১৯ ওয়ার্ডের এই কার্যালয়টির উদ্বোধন হয়। কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার বিনোদন পার্কে ওয়ার্ড অফিস গড়ে তোলা নিয়ে ব্যাপক ঝামেলা হয়েছিল জন্মলগ্নে। দাবি ছিল যদি এলাকার একমাত্র বিনোদন পার্কের মধ্যে ওয়ার্ড অফিস নির্মাণ করা হয় তাহলে সমস্যায় পড়বে স্থানীয়রা। তাদের সময় কাটানোর জায়গাটি ব্যস্ততম হয়ে পড়বে।
এবং বিনোদন পার্কের সৌন্দর্য নষ্ট হবে। ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়েছিল এই জটিলতা নিয়ে। কিন্তু সেখানেই ইট বালি সিমেন্ট দিয়ে গড়ে উঠলো ওয়ার্ড অফিস। যার উদ্বোধন হয় বৃহস্পতিবার। মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই নবনির্মিত অফিসের শুভ উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরগণ ভাস্বতী দেববর্মা, রত্না দত্ত, তুষার কান্তি ভট্টাচার্য, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান সরকারের আমলে নিগমের অন্তর্ভুক্ত এলাকা গুলোতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মূল লক্ষ্য শহরবাসীর সমস্যা নিরসন করা।
তিনি পূর্বতন সরকারের সমালোচনা করে বলেন অতীতে বামফ্রন্ট সরকারের আমলে যারাই দায়িত্বে ছিলেন তারা পুর নাগরিকদের সমস্যার সমাধান করে নি, বরং সমস্যাটা বাড়িয়ে দিয়ে গেছেন। যার কারণে বর্তমানে প্রকৃত উন্নয়ন করতে গিয়ে বিলম্ব হচ্ছে। আগরতলা পুর নিগম বর্তমানে আগরতলা শহরকে সাজিয়ে তোলার চেষ্টা করছে। তাই বাম আমলের ২৫ বছরের সঙ্গে পুর নিগমের দু’বছর কে মেলালে চলবে না। কিন্তু এই দুই বছরেও পুর নিগম কাজ করা নিরিখে অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি মেয়র আরো বলেন, ওয়ার্ড অফিসটি পার্কে ভেতর হওয়ায় অসামাজিক কার্যকলাপ হবে না।