স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : বিলোনিয়া ভিতরে বাজারে নিজ অটো গাড়ির ভেতর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। যুবকের নাম ইন্দ্রজিৎ সাহা। মৃত যুবকের বয়স ২৭ বছর। বাড়ি গ্যারেজ টিলা এলাকায়। পেশায় অটো চালক। কিন্তু মৃত যুবকের পিতা নারায়ণ চন্দ্র সাহা ও তার ভাইয়ের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।
ইন্দ্রজিৎ সাহার বড় ভাইয়ের ধারনা ইন্দ্রজিৎ -এর সাথে যারা কাজ করে তারাই তাকে হত্যা করেছে। বিলোনিয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ইন্দ্রজিতের ভাই জানায় ইন্দ্রজিৎ বর্তমানে চোত্তাখোলা এলাকায় রং -এর কাজ করছে। প্রতিদিনের মতো তার ভাই কাজ সেরে এস বি সি নগর নিজ বাড়িতে যাবে বলে বুধবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ জানিয়ে ছিল। এরপর তার ভাইয়ের সাথে আর কথা হয়নি। পরে বৃহস্পতিবার সকালে ইন্দ্রজিতের নিথর দেহ অটোর ভেতর থেকে উদ্ধার হয়। সাথে সাথে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। কতব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।