স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য এবং জনজাতিদের অধিকার রক্ষা করতে বিরোধী ঐক্যের লড়াই শক্তিশালী করতে তিপ্রা মথাকে ইন্ডিয়া জোটের সাথে সঙ্গ দেওয়ার জন্য আহ্বান করল সি পি আই (এম এল) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা প্রেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার দাবি করেন বিজেপি -র স্বৈরাচারী শাসন চলছে গোটা দেশে।
মোদি শাসনের সবচেয়ে বেশি অবক্ষয় সংবিধান। এ সরকারের আমলে সবচেয়ে বেশি আদিবাসী মানুষ আক্রান্ত ও উচ্ছেদ হচ্ছে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও যেসব প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি গুলি পর্যন্ত সঠিকভাবে পালন করছে না। সঠিকভাবে পরিচালনা করতে দিচ্ছে না সরকার। এডিসি -র বাজেটের টাকা আটকে রাখছে। ফলে কর্মচারীদের সঠিকভাবে বেতন পর্যন্ত হচ্ছে না। এডিসি -র সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করছে সরকার। সুতরাং এই স্বায়ত্ব শাসিত সংস্থাগুলি আজ আক্রমনের মুখে। এর বিরুদ্ধে এডিসি -র শাসন ক্ষমতায় থাকা তিপ্রা মথা লড়াই করছে না। কিন্তু তিপ্রা মথা গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করে প্রধান বিরোধী দল হয়েছে। প্রধান বিরোধী দল হলেও বিরোধী দলের ভূমিকা কারা পালন করছে না।
তাই আগামী দিনে তিপ্রা মথাকে ঐতিহাসিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আর যদি এগিয়ে না আসে তাহলে আগামী দিনে তাদের অবস্থা ইতিহাসের আস্তা কুঁড়ে ঘরের মতো হবে। যা আই.পি.এফ.টি -র হয়েছে। তাই আগামী দিনে তিপ্রা মথাকে বিরোধী দলের ইন্ডিয়া জোটের সমর্থন সমর্থনে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বিরোধী ঐক্য না হলে আগামী দিনে দেশবাসীকে সমস্যায় পড়তে হবে। বিশেষ করে রাজ্যবাসীকে এর সমস্যায় পড়তে হবে। কারণ রাজ্যে বেকার সমস্যা ১৪ শতাংশ, রেগার মজুরি সবচেয়ে কম ত্রিপুরায় এবং বিভিন্ন প্রকল্পের অধীন কর্মীদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে না। তাই বিরোধী ঐক্য শক্তিশালী হওয়া দরকার বলে জানান তিনি।