স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। এ উপলক্ষ্যে বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে মূল অনুষ্ঠানটি হয়। টাউন হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যের ১২৩ টি বিদ্যালয়ে চাকমা ভাষা, ২৪ টি বিদ্যালয়ে মনিপুরী ভাষা, ৩৯ টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা, ৯০ টি বিদ্যালয়ে হালাম ভাষা, ১৫ টি বিদ্যালয়ে কুকি ভাষা, ৩৭ টি বিদ্যালয়ে মগ ভাষা, ১৩ টি বিদ্যালয়ে গাঁড় ভাষায় পঠন পাঠন চালু করা হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার অনেক আগেই গুরুত্ব দিয়েছে সকলে যেন যে কোন ভাষায় পঠন পাঠন করতে পারে। জুডিশিয়াল সার্ভিসে ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ককবরক ভাষা ও সাহিত্যের গবেষণার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। ককবরক সহ অন্যান্য সংখ্যা লঘু ভাষা গুলিকে সংরক্ষণ করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার।
নিজস্ব সংস্কৃতি সংরক্ষণের একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে মাতৃ ভাষা। মাতৃ ভাষা মাতৃ দুগ্ধের সমান। সকল ভাষাকে সম্মান জানাতে হবে। সকল ভাষাকে সম্মান জানানোর জন্য মাতৃ ভাষা আন্দোলন হয়েছিল। সকল ভাষাকে সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালন করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন মাতৃ ভাষার পাশাপাশি অন্য ভাষা শিখা একটা আনন্দের বিষয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইস কমিশন অফিসের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, সাহ তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সামাজিক সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।