স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস-২০২৪ উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। পশ্চিম ত্রিপুরা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জলন করে শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। এইদিন রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যে কোন মহৎ কাজ দানের মধ্যদিয়ে শুরু হয়। রক্তদানের কোন বিকল্প নেই। রক্তের কোন জাতপাত নেই। রক্তদানের মধ্য দিয়ে মানব ধর্ম পালন করা হয়। রক্তদান বর্তমানে ত্রিপুরা রাজ্যে গন আন্দোলনের রূপ নিয়েছে। এইদিন যারা রক্তদানে এগিয়ে এসেছেন সকলকে এইদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্ত দাতাদের উৎসাহ প্রদান করেন।