Sunday, January 26, 2025
বাড়িরাজ্য২১ ফেব্রুয়ারি থেকে শুরু ৪২–তম আগরতলা বইমেলা

২১ ফেব্রুয়ারি থেকে শুরু ৪২–তম আগরতলা বইমেলা


আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : মাঝে আর মাত্র একদিন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৪২–তম আগরতলা বইমেলা। শহর আগরতলার দক্ষিণাঞ্চল হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪–টায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে।

হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৪ দিনব্যাপী আগরতলা বইমেলার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বিভিন্ন প্রকাশক সংংস্থা স্টল সাজিয়ে তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়েছেন। ইতিমধ্যেই বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশক-বিক্রেতাদের মধ্যে স্টল বণ্টন করা হয়েছে। বইয়ের স্টল তৈরির কাজ চলছে। তোরণ তৈরি, মেলা প্রাঙ্গণ আলোকমালায় সাজিয়ে তোলার কাজও চলছে। বইপ্রেমীরা যেন বইমেলায় সহজেই যাতায়াত করতে পারেন তার জন্য এ বছরও সরকারিভাবে বিনামূল্যে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

বইমেলায় এবারও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, আলোচনাচক্র, ক্যুইজ, আকস্মিক বক্তৃতা, নতুন বইয়ের মলাট উন্মোচনের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর ২:৩০ মিনিট থেকে। কেবলমাত্র রবিবারগুলিতে মেলা শুরু হবে দুপুর ১:০০টা থেকে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পিকে চক্রবর্তী ও আগরতলাস্থিত বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ। অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ সিংহরায়কে। সভাপতির আসন অলঙ্কৃত করবেন বিধায়ক মীনারানি সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য