স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : ১৬ ফেব্রুয়ারি ধলাই জেলা ও দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের চেম্বারে জবান বন্দী দিতে গিয়ে বিচারক দ্বারা এক ধর্ষিতা যৌন নিগ্রহের শিকার হওয়ার ঘটনা নিয়ে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্বরা এইদিন ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্বরা জানান বিজেপি সরকারের সময়ে নারিরা যে সুরক্ষিত নয়, তা আরও একবার প্রমানিত হয়ে গেছে। বিজেপি সরকার নারিদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নির্যাতিতাকে সকল ধরনের আইনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। মহিলাদের উপর এই ধরনের অত্যাচার চলতে থাকলে মহিলা কংগ্রেস বসে থাকবে না বলেও জানান প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্ব। জোরদার আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস।