স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : মোদি সরকারের রাজনৈতিক বদ উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে হয় বিক্ষোভ মিছিল।
মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আয়কর ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে দীর্ঘক্ষণ চলে কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ। দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপি -র তীব্র সমালোচনা করে বলেন, স্বৈরাচারী কায়দায় এবং অগণতান্ত্রিকভাবে ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে। আর এটা তখনই করেছে যখন বিজেপি সরকারের আর্থিক কেলেঙ্কারির নির্বাচনী ব্যান্ড সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্বাচনী ব্যান্ড দিয়ে বিধায়কদের ক্রয় করতেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর দেশবাসী দৃষ্টিতে যখন বিষয়টি যায় তখনই মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে কংগ্রেসের ব্যাংক একাউন্ট ফ্রিজ করেছে বিজেপি সরকার। এর প্রতিবাদ জানিয়ে আয়কর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে বলে জানান তিনি।