স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : রাজ্যের সকল অংশের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করেছে।
রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করায়, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শনিবার বিজেপি ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে ধন্যবাদ মিছিল সংগঠিত করা হয়। এইদিন দুর্গা চৌমুহনী বিপণী বিতানের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।