স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : স্বামীর দায়ের আঘাতে গুরুতর আহত স্ত্রী জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে জিরানিয়া স্থিত একটি ইটভাট্টায় শিরক নায়ক নামে এক শ্রমিক দা কুপিয়ে গুরুতর আহত করে তার স্ত্রীকে।
চিৎকার শুনে অন্যান্য শ্রমিকরা ছুটে গিয়ে আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসে আহত গৃহবধূকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধূ। মাথায় গুরুতর আঘাত লেগেছে গৃহবধূর। গৃহবধূর বাড়ি ঝাড়খন্ডে। অন্যান্য শ্রমিকরা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।