Friday, January 24, 2025
বাড়িরাজ্যমার্কেটিং কোম্পানির সাথে বিজেপি -কে তুলনা করলো কংগ্রেস

মার্কেটিং কোম্পানির সাথে বিজেপি -কে তুলনা করলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : বিজেপি মার্কেটিং কোম্পানি হয়ে গেছে। তাদের প্রতিশ্রুতির কোন সততা নেই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সফরে আসা সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র তথা কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের মিডিয়া ইনচার্জ মেথুও এন্টনি এভাবেই বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ খুললেন।

প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দাবি করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি বড় বড় স্বপ্ন দেখিয়ে চলেছে দেশবাসীকে। কিন্তু দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। বছরে দু কোটি চাকরির যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল শাসক দল বিজেপি। কিন্তু বেকার সমস্যা এই সরকারের আমলে সবচেয়ে বেশি মাথা চারা দিয়েছে। অপরদিকে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। পরিবার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। একইভাবে জিএসটি নাম করে সব কিছু উপর থেকে সরকার কর সংগ্রহ করার সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি দেশের কৃষকরা

এ সরকারের আমলে সবচেয়ে বেশি সমস্যায় জর্জরিত। তারা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। দু বছর আগে তারা আন্দোলন করেছিল। আন্দোলনে নেমে সাত শতাধিক কৃষকদের মৃত্যু হয়েছিল। তখন সরকার তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দু’বছর পরেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় কৃষকরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তিনি আরো অভিযোগ তুলে বলেন বর্তমান সরকার নারী শক্তি বৃদ্ধি করার যে কথা বলছে তাতে দেখা যাচ্ছে এ সরকারের আমলে সবচেয়ে বেশি নারীরাও আক্রান্ত। ২০২২ সালে ৩১,৫৬৮ টি ধর্ষণের মামলা রেজিস্টার ভুক্ত হয়। বর্তমানে ৮৬ টি মামলা এখনো পেন্ডিং পড়ে রয়েছে। সব মিলিয়ে এ সরকারের আমলে অন্যায় এবং মানুষের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এ সরকার গরিবকে আরও বেশি গরিব বানিয়ে ফেলছে এবং ধনীকে আরো বেশি ধনী বানাচ্ছে। তাই এর বিরুদ্ধে কংগ্রেস ছাড়া আর কোন বিকল্প দল নেই যারা আওয়াজ তুলবে। তাই মানুষকে পাশে থাকতে হবে। তাহলে এই সরকারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে দেশবাসীকে ন্যায় দেবে বলে আশ্বাস দেন তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য