স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর মালঞ্চ নিবাস সংলগ্ন এলাকায়। বাড়ির লোকদের অবর্তমানে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পরবর্তী সময় বাড়ি ফিরে এই চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দিয়ে পুলিশকে।
পুলিশ ছুটে এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বাড়ির মহিলা জানান, ৩০,০০০ টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল। এর বিরুদ্ধে একটি চুরির মামলা করা হয়েছে থানায়।