-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবী করে আসছেন গ্যারান্টির। কিন্তু দেশবাসী দেখতে পাচ্ছেন তিনি যে প্রতিশ্রুতি গুলি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি গুলি অধিকাংশ খেলাপ করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
২০১৪ সালে বছরে দু কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতিষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। গত ১০ বছরে কুড়ি কোটি কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা থাকলেও হয় নি। দেখা গেছে ২০২২ সালে পার্লামেন্টের তথ্য অনুযায়ী গত আট বছরে ২১ কোটি ৯৩ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে। এরমধ্যে মাত্র ৮ লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে আট বছরে। কিন্তু ইউপিএ সরকারের সময় দেশে মাত্র চার শতাংশ বেকার ছিল। গত দশ বছরে সেই বেকারের হার দাঁড়িয়েছে ১০.৫ শতাংশে। দেশের গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ১০.৯২ শতাংশ। ৩০ লক্ষ সরকারি শূন্য পদ সৃষ্টি হয়ে আছে। কিন্তু নিয়োগের কোন নাম নেই সরকারের। শ্রমিকদের মজুরি ইউ পি এর সরকারের সময় ১৫ শতাংশ থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে হয়েছিল ২৫ শতাংশ। বর্তমান সরকারের ১০ বছরে শ্রমিকদের মজুরির হার কমে দাঁড়িয়েছে ২২ শতাংশে। গত ১০ বছরে কর্পোরেটদের ১৪.৫ লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুট করে দিয়েছে এ সরকার। সরকারি হিসেবে ৪০ হাজার ১৭৫ টি কর্ম উৎপাদনকারী সংস্থা বন্ধ হয়ে গেছে। এটা মোদি সরকারের গ্যারান্টি চিত্র বলে কটাক্ষ করেন। তিনি আরো বলেন উনার নেতৃত্বে যে ট্রাভেল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যে চলছে তাতে বেকারত্বের হার সারা দেশকে ছাপিয়ে গেছে। রাজ্যে বেকারত্ব ১৪.৩ শতাংশ। রাজ্যের বিধানসভার তথ্য দেওয়া হয়েছে গত ছয় বছরের চাকরি হয়েছে মাত্র ১৫ হাজার ১৬৮ জনের। কিন্তু এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে মিসকলে চাকুরী দেওয়া হবে বলে বেকার যুবক যুবতীদের বিভ্রান্ত করেছে। এর প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস বলে জানান তিনি।