স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে গিয়ে বাধার সম্মুখীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সাংসদদের একটি প্রতিনিধি দল। পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটিকে। দুর্ব্যবহারের শিকার হয়ে রাস্তায় বসলেন প্রতিনিধি দলটি। প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে অভিযোগ জানাবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে তৃনমূলের শাহজাহান শেখ আর তার দলবল দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদের উপর পাশবিক অত্যাচার করেছে বলে অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে সন্দেশখালির অত্যাচারিতা মহিলাদের পাশে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে ২ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ৪ জন সাংসদের একটি দল শুক্রবার সন্দেশখালিতে যায়। সন্দেশখালি ঢোকার ঠিক আগে রাজ্য পুলিশ দিয়ে আটকে দেয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রশ্ন করেন কোন আইনে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে তাদের।
রাজ্যপাল, এস সি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধি দল যেতে পারলে কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা কেন সেখানে যেতে পারবেন না। সমস্যা কোথায়? এই কথা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পুলিশের কাছে হাত জোড় করে যেতে দেওয়ার জন্য দাবি করেন। কিন্তু সুযোগ দেয়নি সেই রাজ্যের পুলিশ। পুলিশ ধাক্কা দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দূরে সরিয়ে দেয়। তারপর রাস্তায় বসে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ সাংসদরা। পরবর্তী সময় প্রতিনিধি দলটি রাজ্য পুলিশের বাধা পেয়ে শেষ পর্যন্ত তীব্র নিন্দা জানান মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দলের রাষ্ট্রীয় সভাপতি নির্দেশে এসেছিলেন। এলাকার বর্তমান অবস্থা কি রয়েছে তার রিপোর্ট সংগ্রহ করার জন্য। কিন্তু পুলিশ প্রশাসন প্রবেশ করতে দেয়নি। পুলিশ প্রশাসনের কাছে দাবি করা হয়েছিল যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে তাই দুজন নেতৃত্বকে এলাকায় যেতে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সেই সুযোগও দেওয়া হয়নি। পরবর্তী সময়ে এলাকার মহিলাদের সাথে ভিডিও কলিং -এর মাধ্যমে কথা বলে জানা গেছে পুলিশ তাদের ধমকাচ্ছে। পুলিশ প্রশাসনের এ ধরনের ভূমিকা কারণে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে যাবেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে প্রতিনিধি দলটি পুলিশের হাতে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং লোকসভা সাংসদ ডঃ সুকান্ত মজুমদারকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান। তার শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে আরোগ্য কামনা করেন।