-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বসত ঘর। ঘটনা শুক্রবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা যায়।
এইদিন সকালে আচমকা পরিবারের লোকজন প্রত্যক্ষ করে তাদের বসত ঘরে দাউ দাউ করে আগুন জলছে। বাড়ির লোকজনদের চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। বিলোনিয়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ততক্ষণে একটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয় নি। বাড়ির মালিক স্বপন দাস জানান অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ৩৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সরকারি ভাবে সাহায্যের দাবি জানান তিনি।