স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : বিশালগড় থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এইবার থানা চত্বরে থাকা হোটেল সহ একটি জুতার দোকানে থাবা বসাল চোরের দল। বলতে গেলে এইদিন থানার অভ্যন্তরে চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। বিশালগড় থানা চত্বরে রয়েছে একটি হোটেল। এই হোটেলটি আবার বিশালগড় থানার ক্যান্টিন হিসাবে পরিচিত। রবিবার রাতে এই ক্যান্টিনে থাবা বসায় চোরের দল।
একই সাথে ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকানেও চুরির ঘটনা সংগঠিত করে চোরেরা। চোরেরা ক্যান্টিনের পিছনে থাকা টিনের বেড়া কেটে ক্যান্টিনে প্রবেশ করে। ক্যান্টিন থেকে বিভিন্ন সামগ্রী সহ ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায়। অপরদিকে চোরের দল ক্যান্টিনের পাশে থাকা জুতার দোকান থেকে জুতা সহ ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যায় বলে জানান ক্যান্টিনের মালিক দীপ্তি দেবনাথ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশালগড় জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বিশালগড় থানার পুলিশ।