স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : বিকল্প সড়কের দাবিতে পথ অবরোধ করলো গ্রামবাসী। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে একটি সংস্থার পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায় ৫০ মিটার ভেঙে সেখানে পাকা ভবন তৈরি করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি ছিল যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয় যেন বিকল্প সড়ক করে দেওয়া হবে বলে আশ্বস্ত করে সড়কটি ভেঙে ফেলা হয়। কিন্তু বহুদিন হয়ে গেলেও সেই সংস্হা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন হেলদোল দেখায় নি। তাই সোমবার দুপুরে সড়ক অবরোধ করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি আবাসিক ভবন নির্মাণ করার জন্য তাদের কোন বাধা নেই, কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয়। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞেসা করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যা নিরসন করার। যাতে করে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।