স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : বন্ধ নেই রাজ্যে অনুপ্রবেশ। প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে চলছে এই অনুপ্রবেশ। আগরতলা রেল স্টেশন থেকে আটক ৩ জন বাংলাদেশি নাগরিক সহ তিন জন ভারতীয় নাগরিক। আগরতলা সরকারি রেল পুলিশ থানার এক পুলিশ অফিসার জানান রবিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছাড়ার পূর্বে রুটিন চেকিং করা হয়।
সেই সময় তিন জন বাংলাদেশি মহিলা ও দুই জন ভারতীয় পুরুষ ও একজন ভারতীয় মহিলাকে আটক করা হয়। ভারতের নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে রাজ্যে নিয়ে এসে কোলকাতা পাচার করছিল। ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হবে। ধৃত বাংলাদেশি নাগরিকরা হল মৌসুমি, ঝর্না ও রহিমা। অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকরা হল আনজার আলম, রোহিমা আক্তার ও মামন হোসেন। ধৃত ভারতীয় নাগরিকদের বাড়ি সোনামুড়া মহকুমায়।