স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ধর্মনগর মহকুমা জেলের কর্মীদের অসাবধানতার কারণে হাসপাতাল থেকে পালিয়ে গেল এক বিচারাধীন অভিযুক্ত। জানা যায় ধর্মনগর মহকুমার সংশোধনাগারটি অবস্থিত কালিকাপুরে।
শনিবার রাতে খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ নাথ আচমকা সংশোধনাগারে অসুস্থতা অনুভব করে। সাথে সাথে তাকে শোধনাগারের কর্মীরা ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে দিলিপ নাথের বিরুদ্ধে। ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময় সংশোধনাগারের কর্মীদের অসাবধানতার কারনে হাসপাতাল থেকে পালিয়ে যায় দিলীপ নাথ। তার বাড়ি পানিসাগর মহকুমার জলেবাসা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকায়। পলাতক দিলিপ নাথের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গোটা ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ আরক্ষা কর্মীরা।